আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

imran khan

অনাস্থা ভোটের প্রস্তাবে বিতর্ক শুরু, জোট থেকে সরে গেছে শরীকরা। দুর্দিনের চারপাশটাই যেন দেখা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।

এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। এক টুইটে ইমরানের দলের নেতা ও পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী একথা জানিয়েছে।

আরেকটি টুইটে জ্যেষ্ঠ পিটিআই নেতা ফয়সাল জাভেদ খান জানিয়েছেন, ঠিক কখন ভাষণ দেবেন ইমরান তা পরে জানানো হবে।

ইমরানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, গোপন চিঠিতে বিদেশি ষড়যন্ত্রের পরিষ্কার প্রমাণ রয়েছে। সাথে ইমরানের সরকারকেও হুমকি দেওয়া হয়েছে।

ইমরানও বলেছেন, বিদেশ থেকে ফোন কল দিয়ে একদল লোক পাকিস্তান চালাতে চাইছেন। আর তারা মানুষের জন্য কাজ করা সরকারকে সহ্য করতে পারছে না। সূত্র: ডন