ইউক্রেনে বুশমাস্টার যান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য অনুসরণ করে সেখানে কয়েকটি সাঁজোয়া বুশমাস্টার যান পাঠানো হবে। এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া। প্রতিবেদনে বলা হয়, ৩১ মার্চ স্থানীয় সময় রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সামরিক সহায়তার ব্যাপক প্রয়োজন ইউক্রেনের।

তবে, ঠিক কত সংখ্যক গাড়ি ইউক্রেনে পাঠাবে অস্ট্রেলিয়া, তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা যায়নি।

যদিও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন এর আগে বলেছেন, অস্ট্রেলিয়ান সামরিক বিমানে একবারে মাত্র চারটি গাড়ি স্থানান্তর করা যেতে পারে।

এর আগে আফগানিস্তান ও ইরাকের মতো দেশের যুদ্ধে এ ধরনের গাড়ি ব্যবহার করেছে ক্যানবেরা। এবার সে ঘরানার গাড়িই ইউক্রেনে পাঠাতে যাচ্ছে অস্ট্রেলিয়া।