সৌদি আরবে রোজা শুরু শনিবার

islamic chad

সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। শুক্রবার আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাধারণত প্রথমে সৌদি আরবে প্রথমে রমজানের চাঁদ দেখা যায়। পরদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে রমজান মাস শুরু হয়।

বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু কবে হবে, তা জানা যাবে শনিবার সন্ধ্যায়। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শনিবার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি ফরিদুল হক খান।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার থেকে রোজা শুরু হবে। সে ক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা ২০ রাকাত তারাবি নামাজ পড়বেন এবং শেষ রাতে প্রথম সেহরি খাবেন।