ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমার দেশে রাশিয়ার আগ্রাসন ‘পুরো জাতির ওপর নির্যাতনের’ সঙ্গে জড়িত।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। এক দোভাষীর মাধ্যমে এ সাক্ষাৎকার দেন জেলেনস্কি।
তিনি বলেন, ইউক্রেনের জনগণ রাশিয়ার আজ্ঞাবহ হয়ে থাকতে চায়নি বলে তারা ধ্বংস ও নির্মূল হচ্ছেন। তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, রাশিয়ার কর্মকাণ্ড গণহত্যা সংঘটিত করে কিনা?
উত্তরে জেলেনস্কি বলেন, প্রকৃতপক্ষে, এটি গণহত্যা। এটি পুরো জাতি ও জনগণকে নির্মূলের প্রক্রিয়া। আমরা ইউক্রেনের নাগরিক। আমাদের দেশে একশর বেশি জাতির বসবাস।
এটি সব জাতিকে ধ্বংস ও নির্মূলের একটি প্রক্রিয়া, যোগ করেন তিনি। এদিকে রোববার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমাদের ভূমিতে দখলদারদের প্রতিটি অপরাধ তদন্ত করা হবে।
যারা অপরাধে জড়িত তাদের নাম একটি বিশেষ বইয়ে লেখা থাকবে এবং তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।
আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের তিন হাজার ৪৫৫ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৪০০ জন নিহত আর দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এ ছাড়া দেশটি ছেড়ে পালিয়েছেন ৪০ লাখের বেশি মানুষ। ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে। ফলে দোনবাস অঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে।