যশোরে বর্ষ বরণ উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা

বাংলা ১৪২৮কে বিদায় আর ১৪২৯ কে স্বাগত জানিয়েছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর।

বুধবার ১৩ এপ্রিল কবিতা পাঠ ও আলোচনা সভার মধ্যে দিয়ে তাদের বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের ভূপতি মে এ কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো, মুস্তাফিজুর রহমান,

কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, গবেষক কাজী শওকত শাহী, কবি আনোয়ারুল ইসলাম, ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি ডা. মোকাররম হোসেন।

বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনা এসময় বক্তব্য রাখেন কবি জিএম মুছা, কবি ডা. জিজিএ কাদরী, কবি নূরজাহান আরা নীতি,

রবিউল হাসনাত সজল, মো. মোস্তাফিজুর রহমান, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর প্রমুখ। অনুষ্ঠানে বাংলা ১৪২৯ ক্যালেন্ডার বিতরণ করা হয়।