খিচুড়িতে লবণ বেশি দেয়ায় স্ত্রীকে হত্যা!

body

সকালের নাস্তার জন্য স্ত্রী খিচুড়ি বানিয়েছিলেন। তবে সেই খিচুড়িতে নাকি লবণ বেশি হয়েছে। এ কারণে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন এক স্বামী।

এই ঘটনা ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানে জেলায় শুক্রবার সকালে ঘটেছে এই ঘটনা।

দেশটির পুলিশ শনিবার বলছে, সকালের নাস্তায় বেশি লবণ থাকার কারণে থানের ভাইনদর শহরে এক ব্যক্তি তার ৪০ বছর বয়সী স্ত্রীকে হত্যা করেছে।

পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মীরা ভাইন্দার-ভাসাই ভিরার পুলিশ কমিশনারেটের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, অভিযুক্ত ব্যক্তির নাম নিলেশ ঘাঘ (৪৬)।

তিনি সকালের নাস্তা খাওয়ার পর সাড়ে ৯ টার দিক স্ত্রী নির্মলাকে শ্বাসরোধে হত্যা করেছেন। তার স্ত্রী সকালের নাস্তার জন্য খিচুড়ি বানান কিন্তু তাতে অনেক লবণ দেয়ায় নিলেশ অনেক রেগে যান।

এই কর্মকর্তা আরও বলেন, নিলেশ একটি লম্বা কাপড় ব্যবহার করে স্ত্রীকে হত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীর মৃতদেহ স্থানীয় সরকারি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত চলছে, বলেন এই কর্মকর্তা।