রকেট ছোড়ার পর গাজায় ইসরাইলের হামলা

ফিলিস্তিনি ছিটমহল থেকে ইসরাইলে রকেট ছোড়ার পর গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হামাস এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার ভোরে ইসরাইলি বিমান দক্ষিণ গাজা উপত্যকায় এ হামলা করেছে। খবর আল আরাবিয়ার।

হামাসের সশস্ত্র শাখা ঘোষণা করেছে যে, তারা ইসরাইলি বিমানগুলোতে গুলি চালিয়েছে। আর বিধ্বংসী প্রতিরক্ষা দিয়ে ইসরাইলি যুদ্ধবিমানগুলো মোকাবিলা করার জন্য প্রতিরোধ আন্দোলনকারীদের অভিনন্দন জানান হামাসের মুখপাত্র হাজেম কাসেম।

এ ছাড়া ইসরাইল খালি জায়গায় আঘাত করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্রগুলো। ইসরাইলের নিক্ষেপ করা ‘আয়রন ডোম’ এয়ার ডিফেন্স প্রতিরোধের কিছুক্ষণ পরেই এ খবর জানানো হয়।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে যে, ইসরাইলে হামলার জবাবে আইডিএফ যুদ্ধবিমান গাজা উপত্যকায় হামাসের অস্ত্র তৈরির স্থানে হামলা করেছে।

এর আগে জেরুজালেমে আল-আকসা মসজিদে ইসরাইল-ফিলিস্তিনি সহিংসতায় ফিলিস্তিনি ১৭০ বিক্ষোভকারী আহত হয়েছিল। তারই জের ধরে ঘটনার এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটে।