ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা দিয়েছে নরওয়ে

নরওয়ে ১০০টি ক্ষেপণাস্ত্রসহ ইউক্রেনকে তাদের মিস্ট্রাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সরবরাহ করছে।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। নরওয়ে বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী বিজর্ন আরিল্ডগ্রাম এক বিবৃতিতে বলেছেন, সিস্টেমটি একটি কার্যকর অস্ত্র যা নৌবাহিনীতে ব্যবহৃত হয়েছে এবং এটি ইউক্রেনের জন্য অনেক উপকারী হবে।

মিস্ট্রাল হলো একটি স্বল্প দৈর্ঘে্যর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা যানবাহন, জাহাজ এবং হেলিকপ্টার থেকে ব্যবহার করা যায়।

নরওয়ে জানিয়েছে, তারা পর্যায়ক্রমে মিস্ট্রাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে আধুনিক সরঞ্জামে যাওয়ার পরিকল্পনা করছে। সুতরাং ইউক্রেনকে এই অনুদান দেওয়ার ফলে তাদের সামরিক সরবরাহতে কোনো প্রভাব পড়বে না। সূত্র: আল জাজিরা