দোনবাসে এখনো কোনো বড় সাফল্য পায়নি রাশিয়া

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক একটি প্রতিষ্ঠান জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমে অর্থাৎ দোনবাস প্রদেশে রাশিয়া সামরিক অভিযান শুরু করলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের সাফল্য পায়নি।

দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার নামে এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভিযান শুরু করার পর ছোট সাফল্য পেয়েছে রুশ বাহিনী। তারা রুবিজনে এবং পোপাসনা শহরের কিছু অংশ দখল করেছে।

কিন্তু রুশ সেনারা বড় ধরনের কোনো সাফল্য পায়নি। এমনকি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তেমন কিছু করে দেখাতেও পারেনি তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবরুদ্ধ মারিউপোল শহরে ক্রমবর্ধমান সাফল্য পাচ্ছে রাশিয়া।

তাছাড়া আজভস্টালে অবরুদ্ধ থাকা ইউক্রেনীয় সেনাদের বিপক্ষে কিছু সাফল্য পেয়েছে। যুদ্ধ নিয়ে কাজ করা এ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রাশিয়া মারিউপোলে ৯ মে বিজয় দিবসের প্যারেড করবে।

আর এই সময়ের আগেই তারা মারিউপোল দখল করার ঘোষণা দেবে। এদিকে এ প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, পোপসানা শহরে সিরীয় ও লিবীয় ভাড়াটে যোদ্ধাদের নিয়ে এসেছে রাশিয়া। যদিও তাদের সংখ্যা খুবই কম। সূত্র: বিবিসি