আফগানিস্তানে মসজিদে বোমা হামলার ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

আফগানিস্তানে মসজিদে হামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতারের দাবি করেছে তালেবান। গ্রেফতারকৃত ব্যক্তি আইএসের সঙ্গে যুক্ত বলেও জানানো হয়েছে। খবর আরব নিউজের।

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের একটি শিয়া মসজিদে জোহরের নামাজের সময় বোমা হামলায় ১২ জন মুসল্লি নিহত হন। মাজার- ই শরিফের ‘ছে-দোকান’ মসজিদে ওই হামলার দায় স্বীকার করে আইএস যারা স্থানীয় ভাবে দায়েস নামেও পরিচিত।

আফগানিস্তানের বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, হামলার প্রধান অভিযুক্তের নাম আব্দুলা হামিদ সাঙ্গারিয়ার।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও একজন আফগান নাগরিককে গ্রেফতারের তথ্য জানিয়েছে। পুলিশ কর্মকর্তা আসিফ ওয়াজিরি বলেন, অতীতেও কয়েকটি আক্রমণে গ্রেফতারকৃত ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং পালিয়ে যেতে সক্ষম হয়।

তাকে একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ আফগানিস্তানে ১০ থেকে ২০ শতাংশ শিয়া সম্প্রদায়ের মানুষ আছে। দরিদ্র এই জনগোষ্ঠীটি প্রায়ই হামলার শিকার হয়।