পুতিন ও জেলেনস্কিকে নিয়ে এরগোদানের নয়া পরিকল্পনা

turkey president erdogan

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোনালাপের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এই ফোনালাপের পর পুতিন আর জেলেনস্কি তুরস্কে সাক্ষাতের ব্যাপারে একমত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিয়েভ ও মস্কোর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান বলেন, আমরা আশা ছাড়িনি। আমাদের মিত্ররা আজও তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

আমরা দুয়েকদিনের মধ্যেই পুতিন ও জেলেনস্কির মধ্যে ফোনালাপের ব্যাপারে আশাবাদী। রাশিয়া-ইউক্রেন ইস্যুতে তুরস্ককে নিরপেক্ষ অবস্থানেই দেখা গেছে। শুরু থেকেই এই সংকট নিরসনে কাজ করছে দেশটি।