সীমিত পরিসরে গাঁজা সেবন বৈধ করার দাবি

বিশ্বের অনেক দেশেই প্রতি বছর গাঁজা সেবন বৈধ করার দাবি উঠে। এবার জার্মানির রাজধানী বার্লিনেও একই দাবিতে সোচ্চার হয় বহু মানুষ। সম্প্রতি দেশটির জোট সরকারের কাছে তারা এ দাবি জানিয়েছেন।

এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চেভেলে। বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটের সামনে আন্দোলনকারীরা এ দাবি নিয়ে সমবেত হন।

গাঁজা সেবনকে তারা অপরাধ হিসেবে গণ্য না করে আইন প্রণয়নের দাবিও জানান। গত ডিসেম্বরে জোট সরকারের পক্ষ থেকে লাইসেন্সধারী দোকানে প্রাপ্তবয়স্কদের জন্য সীমিত পরিমাণে গাঁজা বিক্রি বৈধ করার আইন প্রণয়নের অঙ্গীকার করে জার্মানির সরকার।

সরকার মনে করে, সীমিত পরিসরে গাঁজা সেবনকে বৈধতা দিলে ভেজাল গাঁজা সেবন বন্ধ করা এবং তরুণ সম্প্রদায়কে নেশাগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা যাবে।

জোট সরকারের অন্যতম শরিক গ্রিন পার্টি এ বিষয়ে একটা খসড়াও জমা দিয়েছে। জার্মানিতে ৪০ লাখের মতো মানুষ গাঁজা সেবন করেন বলে অনুমান করা হয়