জাতিসংঘের পর্যটন সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে রাশিয়া

জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সংস্থাটির প্রধান বুধবার একথা জানিয়েছেন।

ইউএনডব্লিউটিও’র সদস্যরা ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াকে বহিষ্কার করার বিষয়ে ভোটাভুটির সিদ্ধান্ত নিয়েছিল।

মাদ্রিদ ভিত্তিক সংস্থা ইউএনডব্লিউটি ‘র মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি আগেই জানিয়েছিলেন, তার প্রত্যাশা রাশিয়াকে বহিষ্কার করার বিষয়ে সংস্থাটির সদস্যরা ভোটাভুটিতে যাবে।

ইউএনডব্লিউটি মুখপাত্র বলেন, রাশিয়া বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে ইউক্রেনে সেনা অভিযান চালানোর অভিযোগে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকেও রাশিয়াকে বহিষ্কার করা হয়েছিল।

সূত্র: রয়টার্স