রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, ওডেসায় ইউক্রেনের একটি বিমান ঘাটির কাছে অবস্থিত অস্ত্র মজুদ ও বিতরণ কেন্দ্র ধ্বংস করেছে রুশ বাহিনী৷
এই কেন্দ্রটিতে উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল ছুড়ে ধ্বংস করা হয়। রাশিয়ার দাবি এ বিমান ঘাটির হ্যাঙ্গারে পশ্চিমাদের পাঠানো অস্ত্র মজুদ করা ছিল৷
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে উল্লেখ করেছে, ধ্বংস হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বায়রাকতার ড্রোন। তাছাড়া ধ্বংসপ্রাপ্ত অস্ত্রের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পাঠানো মিসাইল৷
বায়রাকতার ড্রোন তুরস্কের তৈরি৷ তারা এ ড্রোনগুলো ইউক্রেনে রপ্তানি করেছিল। রাশিয়ার এমন দাবির পর এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। গণমাধ্যমগুলোও রাশিয়ার দাবির বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
এদিকে রাশিয়া গত কয়েকদিন ধরেই দাবি করে আসছে, তারা মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের একের পর এক অস্ত্র ভান্ডার ধ্বংস করছে। তবে রাশিয়ার দাবিগুলোর সত্যতা কতটুকু তা এখনো অনিশ্চিত।
সূত্র: আল জাজিরা