রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় হাঙ্গেরির অসম্মতি

ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়ার অপরিশোধিত তেলসহ সকল জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে।

তাদের প্রস্তাব অনুযায়ী, এ বছরের শেষে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ রাশিয়ার তেল আনতে পারবে না৷

তবে এ প্রস্তাব গৃহীত হতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলো দেশের অনুমোদন লাগবে৷

আর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ফেসবুকে দেওয়া এক ভিডিওতে জানিয়েছেন,

তারা এমন প্রস্তাবে সায় দিতে পারবে না৷ কারণ হাঙ্গেরি রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে না৷ তাদের অর্থনীতি ভেঙ্গে পড়বে।

হাঙ্গেরির মতো স্লোভাকিয়াও জানিয়েছে, তারা রাশিয়ার তেল ছাড়া অচল।

এদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবটিতে ভেটো দেবে বিষয়টি বুঝতে পেরে এ দুটি দেশকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা করছে।

সংবাদ সংস্থা রয়টার্স ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ দুটি দেশকে ২০২৩ সাল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ব্যপারে অনুমতি দেওয়া হবে৷ রাশিয়ার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত তাদের চুক্তি আছে৷

হাঙ্গেরি স্লোভাকিয়া রাশিয়ার তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল হওয়ায় ও তারা ভেটো দেবে বলে তাদের নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা করা হচ্ছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা