বিপুল সংখ্যক মার্কিন ও ইউরোপীয় অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশ গুলোর দেয়া সামরিক সরঞ্জামের একটি বড় মজুত ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে বলে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া, শুক্রবার রাতভর ইউক্রেনের ১৮টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওইসব স্থাপনার মধ্যে বন্দর শহর ওডেসার কাছে অবস্থিত তিনটি গোলাবারুদের গুদাম রয়েছে। এর আগে, শুক্রবার মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি বড় অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া লুনহাস্ক অঞ্চলে ইউক্রেনের দুইটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

এদিকে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।