১২ বছর পর ‘ডুমসডে’ বিমান প্রদর্শন করতে যাচ্ছে রাশিয়া

আসছে ৯ মে বিজয় দিবস পালন করবে রাশিয়া। এদিন নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করবে দেশটি। ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয় পায় বর্তমান রাশিয়া ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উদযাপন করে রাশিয়া। আর এবার ৯ মার্চের বিজয় দিবস অনুষ্ঠানের প্যারেডে ইলুশিন আইএল-৮০ বিমানটিকে প্রদর্শন করবে রাশিয়া। এটি রাশিয়ার ‘ডুসমডে’ বিমান নামে পরিচিত।

২০১০ সালের পর বিজয় দিবসে আর এ বিমানটি প্রদর্শন করা হয়নি। কিন্তু ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ার পর ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় দীর্ঘ ১২ বছর পর ফের এ বিমানটিকে প্রদর্শন করবে রাশিয়া।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমাদের সতর্কতা দিতেই এ বিমানটি প্রদর্শন করতে যাচ্ছেন পুতিন। তিনি তাদের জানান দেবেন, পারমাণবিক হামলার বিষয়টি রাশিয়া মাথায় রেখেছে।

বিমানটি সেন্ট বাসিল’স ক্যাথড্রালের ওপর দিয়ে উড়ে যাবে। বিমানটিকে চারপাশ দিয়ে ঘিরে রাখবে দুটি মিগ-২৯ বিমান।

এদিকে গত কয়েকদিন ধরেই মস্কোর আকাশে ‘ডুমসডে’ বিমানটি চক্কর দিচ্ছে। মূলত বিজয় দিবসের আগে এটি মহড়ায় অংশ নিয়েছে।

ডুসমডে বিমানটি জানালাবিহীন দৈত্যাকার একটি বিমান। এই বিমানটি মূলত এয়ার কমান্ড হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে।

যদি কখনো পারমাণবিক যুদ্ধ বা হামলা শুরু হয়ে যায় তখন এই বিমানটিকে ব্যবহার করবে রাশিয়ার কমান্ডাররা। তাছাড়া এটিতে প্রেসিডেন্টও থাকতে পারবেন।

সূত্র: রয়টার্স, ডেইলি মেইল