সয়াবিন তেলের বোতল খুলে বিক্রি, খাজুরায় ২ ব্যবসায়ীকে জরিমানা

বোতলজাত সয়াবিন তেল খুলে বেশি দামে বিক্রির ঘটনায় যশোরের খাজুরা বাজারের পরিতোষ দত্ত স্টোর ও লস্কর স্টোরকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদফতর।

বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

বেলা ১১ টার দিকে ভোক্তার অভিযানিক দল খাজুরা বাজারে অভিযান চালায়। এ সময় পরিতোষ দত্ত স্টোরে তল্লাশি করে বিপুল পরিমানে বোতলজাত সয়াবিন তেলের খালি বোতল পাওয়া যায়।

সয়াবিন তেলের দাম বৃদ্ধির ফলে আগের বোতলজাত তেলের দাম কম হওয়ায় বোতল খুলে বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় পরিতোষ দন্ত স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

একই সময় বাজারের ভোজ্য তেল ব্যবসায়দের গুদাম পরিদর্শন ও নয্যদামে তেল বিক্রির নির্দেশনা দেয়া।
একই সময় বাজারের লস্কর স্টোরে তল্লাশি করে একই অভিযোগে সত্যতা পাওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।