নির্বাচনের তারিখ না দিলে কঠিন পরিণতি, হুঁশিয়ারি ইমরানের

imran khan

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সরকারকে কঠিন পরিণতির মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে ইসলামাবাদ অভিমুখে ‘জনসমুদ্র’ রওনা হবে, যা সরকারের জন্য ধ্বংসাত্মক হবে। খবর জিও নিউজের।

২০ মের পর যেকোনো সময় এই মার্চের ডাক দেবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন ইমরান খান। পিটিআই সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘ষড়যন্ত্র’ করেছিল বলে ফের অভিযোগ করেন ইমরান খান।

তিনি বলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে বর্তমান সরকারের ‘মীর সাদিক ও মীর জাফররা’ জড়িত ছিলেন।