আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র

imran khan

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তান কে আক্রমণ না করেই তার দাস বানিয়েছে। পাকিস্তানের জনগণ কখনোই আমদানি করা সরকার গ্রহণ করবে না।

সোমবার (১৬ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মাসে এক অনাস্থা ভোটে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গদি হারান ক্রিকেটার তারকা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান।

তিনি অভিযোগ করে আসছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করায় ‘স্থানীয় খেলোয়াড়দের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে হটিয়েছে।

গদি হারানোর পর বিভিন্ন শহরে বেশ কয়েকটি জনসভা করেছেন ইমরান খান। সেসব জনসভায় ইমরান খান দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারকে বিশ্বাসঘাতক এবং দূর্নীতিবাজ শাসক হিসেবে অভিযুক্ত করেছেন।

রবিবার (১৫ মে) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে এক ভাষণে ইমরান খান যুক্তরাষ্ট্রকে আত্মকেন্দ্রিক দেশ হিসেবে অভিযুক্ত করে বলেন, দেশটি নিজের স্বার্থ ছাড়া অন্যকে সাহায্য করে না।