ফান্সের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিলো রাশিয়া

1

ফ্রান্সের বিরুদ্ধে প্রতিশোধ নিলো রাশিয়া। দেশটি ৩৪ জন ফরাসি কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়া ত্যাগের জন্য এসব কর্মকর্তাকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত এপ্রিলে ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে ফ্রান্স। এর জবাব হিসেবে রাশিয়া এই পদক্ষেপ নিলো বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপিয়ান রাজধানী থেকে ৩০০ জনের বেশি রাশিয়ানকে ফেরত পাঠানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে।