বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়ান নিউজ বিডি’র প্রকাশক আল মামুন শাওন এবং এ্যারো ট্যুরস & ট্রাভেলস ও বাংলাদেশ কমিউনিটি পেইজ এর মহাপরিচালক মোঃ হান্নান রাজু’র মালদ্বীপে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা জানালেন প্রবাসী লেখক ফোরামের সদস্য বৃন্দ।
গত ১৮ই মে তিন দিনের সফরে বাংলাদেশ থেকে ব্যবসায়ীক ও প্রবাসী লেখক ফোরামের সদস্য বৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ এর জন্য মালদ্বীপ আসেন বলে জানিয়েছেন আল মামুন শাওন ও এ্যারো মহাপরিচালক জনাব হান্নান রাজু। সফর শেষে ২১শে মে বাংলাদেশে ফিরছেন তারা।
মালদ্বীপ লেখক ফোরামের সাথে ওয়ান নিউজ বিডি’র প্রকাশকের সৌজন্য স্বাক্ষাতে বাংলাদেশের সাংবাদিকতা, গণতন্ত্র, মানবাধিকার, বিশ্বের গণতন্ত্র ও সংবাদ পত্রের বিভিন্ন দিক উঠে আসে।
আল মামুন শাওন ভূয়শী প্রশংসা করে বলেন, প্রবাসের মাটিতে অর্থাৎ মালদ্বীপ প্রবাসীদের বিভিন্ন সুবিধা, অসুবিধা নিয়ে এবং সমঞ্জস্যতা বজায় রেখে দেশের গণতন্ত্রের মুক্তির জন্য কাজ করছে যাচ্ছেন প্রবাসী লেখক ফোরাম। প্রবাসে কর্মব্যস্ততার ভিতর এ ধরণের প্রকাশনাকে তিনি সাধুবাদ জানান।
উক্ত সৌজন্য স্বাক্ষাৎ এ উপস্থিত ছিলেন মালদ্বীপ লেখক ফোরামের ঢাকা পোস্ট এর মালদ্বীপ প্রতিনিধি মোঃ এমরান হোসেন তালুকদার, জাগো নিউজ এর মালদ্বীপ প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান কালাম,
নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি মোঃ ওমর ফারুক অনিক, বাংলার মুখ এর মালদ্বীপ প্রতিনিধি মোঃ রবিউল আলম সহ গুড ফুডস মালদ্বীপের ম্যানেজার সবুর তালুকদার, এপ এপ কোম্পানির একাউন্টিং মোঃ আলী আহমদ, দা হউকস ফুয়েল এর অফিস সহকারী মোঃ মহিউদ্দিন প্রমুখ।