নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত

corona virus test kit

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার ২৭ মে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগের একজন ও সিলেট বিভাগের চারজন রয়েছেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন।