নড়াইলে ২৪টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ

নড়াইলে লাইসেন্সবিহীন ২৪টি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে চালু আছে আরো ৬৫টি। এর মধ্যে নড়াইল সদরে ছয়টি এবং লোহাগড়া ও কালিয়া উপজেলায় নয়টি করে ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে।

এছাড়া বিভিন্ন অসঙ্গতির কারণে নড়াইল শহরের মডার্ণ ক্লিনিকে ২০ হাজার এবং জনতা ক্লিনিকে চার হাজার টাকা জারিমানা করা হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার বলেন, জেলায় ২৪টি লাইসেন্সবিহীন ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া যেসব ক্লিনিকে উপযুক্ত পরিবেশ, কক্ষের আয়তন অনুযায়ী রোগী না রাখা, সার্বক্ষণিক দুইজন ডাক্তার না থাকা, প্রশিক্ষিত নার্স, আয়া ও বর্জ্য ব্যবস্থাপনায় অসঙ্গতি রয়েছে তাদের এক মাসের জন্য সতর্ক করা হয়েছে। এরপর শর্তপূরণ না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।