আরও ২৬ জনের করোনা শনাক্ত

corona virus test kit

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।

নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৭৬০ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৮টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় ৪ হাজার ২৫০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।