যশোরের রূপদিয়ায় গোসল করতে পুকুরে নেমে ব্যবসায়ীর মৃত্যু

jessore map

যশোরের রূপদিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল কুদ্দুস (৪৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আব্দুল কুদ্দুস নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের মোঃ ওলিয়ার রহমানের ছেলে। সে রূপদিয়া বাজারের একজন স্বনামধন্য (খাসির) মাংস বিক্রেতা।

পরিবার সূত্রে জানাযায়, আব্দুল কুদ্দুস বাজার থেকে রাতে বাড়ি ফিরে নিজ ঘরের পাশে পরিবারের অন্যদের সাথে মাটি সরোনোর কাজ করে। কাজের শেষে ২ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় বাড়ির পাশের মৃত মালেক মোল্লার ছেলে মজিদ মোল্লার পুকুরে গোসল করতে যায়। প্রায় দু’ঘন্টা অতিবাহীত হয়ে গেলেও সে (কুদ্দুস) বাড়িতে না ফেরায় স্ত্রী-সন্তান সহ পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে খোঁজ করতে থাকে।

পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে উত্তর-পূর্ব দিকে শিরিনা খাতুনের বাড়ির পাশে আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল কাদের সৈকত’র পাঁয়ে বাঁধে। সেখান থেকে উদ্ধার করে যশোর ২৫০’সয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আব্দুল কুদ্দুস (৪৩) কে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। ওইদিন (বৃহস্পতিবার) যোহর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ব্যাবসায়ীর এমৃত্যুতে সমবেদনা জানিয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ, ৫নং ওয়ার্ডের মেম্বার মকবুল হোসেন, সাবেক মেম্বার রফিক খান, রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাসানুর রহমান লিটু সহ সদস্যবৃন্দ।