বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রর উপর হামলা

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রর উপর হামলা করে পিটিয়ে আহত করেছে। আহত পিতা পুত্র নাভারন বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন আছে। সোমবার সকাল ৮টার সময় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পিতা পুত্র হচ্ছে থানার রঘুনাথপুর গ্রামের মশিয়ার রহমান (৬৫) ও তার পুত্র মোরশেদ মল্লিক।

আহত মোরশেদ আলী জানায় গ্রামে ছোট একটি কালভার্ড তৈরীকে কেন্দ্র করে তাদের একই বংশের আজু মল্লিক, আজারুল মল্লিক ও সফিউল মল্লিক রড, শাবল ও বাশের লাঠি দিয়ে তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। তার পিতা ওই কালভার্ডটি জনগনের সুবধিার্থে স্থানীয় চেয়ারম্যান এর নির্দেশনায় কাজ করতে গেলে আজু মল্লিকরা বাধা দেয়। তারা অন্য কোথাও ওই কালভার্ড করার জন্য নির্দেশ দেয়। এতে করে তার বাবার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের মারধর করে।
মোরশেদ এর পরিবার বলে, অযথা তাদের মারধর করেছে। একটি কালভার্ড হলে জনগন ওই পথে যাতায়াত করতে পারবে। সকলের সুবিধা হবে। আর সেই কালভার্ড নির্মান করতে যেয়ে দুবৃত্তরা তাদের উপর হামলা করে।

এ বিষয় কোন মামলা হয়নি। তবে মোরশেদ বলে তারা হাসপাতাল থেসে সুস্থ হয়ে বাড়ি যেয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করবে।