কুসিক নির্বাচনে বৃষ্টির হানা

 

আজ কুমিল্লা সিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৯টার দিকে কুমিল্লায় বৃষ্টি শুরু হয়। এরই মধ্য চলছে ভোট।

 

 

ভোটগ্রহণ শুরুর পর থেকে প্রায় সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি। তবে বৃষ্টির পর ভোট দিতে অপেক্ষমাণ ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। স্কুলের সেডগুলোতেও ঢুকে পড়তে দেখা গেছে ভোটারদের।

 

 

 

এর আগে, সোমবার এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে নেতিবাচক বার্তা। তাদের পূর্বাভাস মতে, বুধবার ভোট উৎসবে বাগড়া দিতে পারে বৃষ্টি। ভ্যাপসা গরম তো থাকছেই।

 

 

 

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূইয়া জানিয়েছিলেন, ভোটের দিন অস্থায়ীভাবে এক-দুই পশলা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দিনের অধিকাংশ সময় ভ্যাপসা গরম থাকতে পারে।

 

তৃতীয় বারের মতো এবার হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। ২৭টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ, ৯টি ঝুঁকিপূর্ণ ও সাতটি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।