শার্শায় বিধবার জমি দখল করে ছাত্রলীগ নেতার প্রাচীর তৈরীর অভিযোগ

শার্শার পল্লীতে বাংলাদেশ আওয়ামীলীগের সক্রিয় নেত্রী কাজল রেখার বসত বাড়ির জায়গা দখল করে প্রাচীর দেওয়ার অভিযোগ উঠেছে। থানার শালকোনা তেবাড়িয়া গ্রামে জোর করে প্রাচীর দেওয়ার ঘটনায় থানায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান পলাশকে আসামি করে অভিযোগ করেছেন কাজল রেখা।

ভুক্তভোগী কাজল রেখা জানায় সে বাংলাদেশ আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। সেই কারনে সে তার গ্রামে না থেকে বেনাপোলে বসবাস করে। তার স্বামী মৃত আলমগীর হোসেন এর বাড়ির উত্তাধীকার সুত্রে সে এবং তার ছেলেমেয়েরা বর্তমান মালিক। কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান পলাশ বার বার তার জমি দখলের অপচেষ্টা চালায়।

এরপর সে গত ২২ জুন জোর করে আমার বাড়ির জায়গা দখল করে প্রাচীর নির্মানের কাজ করছে। আমি এবং গ্রামের গন্য মান্য ব্যক্তিরা বাধা দিলেও সে কোন কর্নপাত না করে প্রচীর এর কাজ চালিয়ে যায়। কাজল রেখা আরো বলেন পলাশ ডিহি ইউনিয়নের একজন প্রভাব শালী আওয়ামী ছাত্রলীগের নেতা । সে ক্ষমতার জোরে আমার জমি দখল কওে প্রচীর এর কাজ করছে। আমি বাধ্য হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে জানতে চেয়ে শার্শায় থানায় ফোন দিলে ফোন রিসিভ করেন নাই।