রাজগঞ্জ সরদার বস্ত্রালয়ে হামলা করে লুটপাটও কুপিয়ে হত্যা চেষ্টা, সাত জনের বিরুদ্ধে মামলা

mamla rai

মণিরামপুরের রাজগঞ্জ বাজারের সরদার বস্ত্রালয়সহ পাশের দোকানে হামলা চালিয়ে লুটপাট ও দোকান মালিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে সাতজনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার সরদার বস্ত্রালয়ের মালিক মোবারকপুর গ্রামের মোসারফ হোসেন বাবু বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি গ্রহণ করে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।

আসামিরা হলো মোবারকপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, আজিবরের ছেলে বিল্লাল, মৃত শমসের সরদারের তিন ছেলে মোস্তফা, সিদ্দিকুর রহমান, আজিবর, মৃত কমর আলীর ছেলে আসাদুর রহমান ও কদমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে এরশাদ আলী।

মামলার অভিযোগে জানা গেছে, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে মোসারফ হোসেন, মতিয়ার রহমান ও শরিফুল ইসলাম একটি মার্কেট তৈরী করে নিজেরা ব্যবসা ও ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। কিছুদিন ধরে এ মার্কেট নিয়ে আসামিদের সাথে বিরোধ চলছিল মোসারফ হোসেন ও তার শরিকদের সাথে। গত ৭ জুলাই বিকেলে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে মার্কেটে হামলা করে। এ সময় হামলাকারীরা সরদার বস্ত্রালয়ে ঢুকে মালিক মোসারফকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এরমধ্যে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা সরদার বস্ত্রালয় থেকে দুইলাখ টাকা ও ৫০ হাজার টাকার কাপড়, সাদ্দাম হোসেনের মোবাইলের দোকান থেকে ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।