দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু

coronavirus

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় সাতজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ৭২ জনের।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৬। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৭৭।

এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৪৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুজন করে এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।