নড়াইল পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ জুলাই) বিকেলে দুদক পৌর ভবনে এসে তদন্ত শুরু করে। এ সময় মেয়রসহ পৌর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১ সালের ২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বিরুদ্ধে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন। সেই অভিযানের জের ধরে বুধবার দুদক তদন্ত আসে।

প্রায় সাড়ে ৪ ঘন্টাব্যাপী অনুসন্ধান শেষে দুদকের উপ-পরিচালক আল আমিন বলেন, অনুসন্ধানের স্বার্থে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। মেয়রের বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছি, তারই ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। এগুলো যাচাই বাছাই শেষে তদন্তের ফলাফল জানাবো।

এ সময় উপস্থিত ছিলেন-দুদক যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ও উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন।