রাজধানীতে কোথায় কখন লোডশেডিং

 

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার (১৯ জুলাই) দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।

রবিবার (২৪ জুলাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং হবে- তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি দুটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

https://dpdc.gov.bd/site/page/ddb72920-6109-4d28-9c2c-645ccea63858ডিপিডিসির সম্ভাব্য লোডশেডিং সময়সূচি দেখতে লিঙ্কে ক্লিক করুন

https://www.desco.org.bd/bangla/uploads_b/pdf/Load_Shed_Schedule_Sunday_24_07_2022.pdfডেসকোর সম্ভাব্য লোডশেডিং সময়সূচি দেখতে লিঙ্কে ক্লিক করুন

মহামারির মধ্যে ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি আমদানি কমিয়ে দেওয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এ অবস্থা মোকাবিলায় বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে গত মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে।

ডলার সংকটের মোকাবিলা ও আমদানি খরচ কমানোর অংশ হিসেবে ডিজেলভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মসজিদসহ সব ধরনের উপাসনালয়ে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। অনুরোধ করা হয়েছে নামাজের সময় বাদে অন্য সময় এসি ব্যবহার না করতে। রাত ৮টার পর সব দোকানপাট এবং মার্কেট বন্ধ রাখতে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।