করোনার চতুর্থ ঢেউয়ে মারা যাওয়া ৭০ ভাগই নেননি টিকা: স্বাস্থ্যের ডিজি

corona virus test kit

করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, নিশ্চয় টিকায় উপকার আছে। সম্পূর্ণ না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। টিকা নেওয়া থাকার কারণে এবার যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।