যশোরে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

যশোরে ফেনডিল রাখার অপরাধে হাসিনা বেগম নামে এক নারীকে ২ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি হোসেন ওরফে মরাকে খালাস দিয়েছে। রোববার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক আসিফ ইকবার একরায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত হাসিনা বেগম বেনাপোলের দিঘীরপাড় গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভেঅকেট মিজানুর রহমান মিন্টু।
মামলার বিবারনে বলা হয়েছে, ২০০৮ সালের ১৪ জুন সকালে কোতয়ালি থানা পুলিশ চাঁচড়া রায়পাড়ার বেনাপোল পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এসয় হাসিনা বেগম ও হোসেন ওরফে মরাকে আটক করে পুলিশ। এ সময় হাসিনার দেহ তল্লাশি করে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যপারে এসআই কামাল হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামি থানায় মামলা করেন। এ মামলার রায়ে আসামি হাসিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।