বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, অনেক দিন আগে আমরা হায় হায় কোম্পানির নাম শুনেছিলাম, যারা মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে একসময় পালিয়ে যেত। আজ দেশের অবস্থা হায় হায় কোম্পানির মতো হয়ে গেছে। দেশের কোথাও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক নেই। আওয়ামী লীগ জনগণকে বিদ্যুৎ দেওয়ার কথা বলে কুইক রেন্টালের নামে দেশের টাকা লুটপাট করেছে।
সোমবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বন্যাদুর্গত মানুষদের জন্য বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও দরিদ্রদের মধ্যে কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথ উদ্যোগে এ আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন প্রমুখ।
ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, ড্যাবের সহসভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।