এবার সাফে ভারতকে হারাল বাংলাদেশের যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব২০ লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে জোড়া গোল করে বাংলাদেশ। ওই প্রথমার্ধেই এক গোল শোধ করে ভারতের যুবারা। দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ সামলে এগোনো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের ২৯ মিনিটে বাংলাদেশ যুবা দলের হয়ে গোল করেন পিয়াস আহমেদ। এরপর ৩৫ মিনিটে ওই গোল শোধ করে স্বাগতিক ভারত। দলটির হয়ে গোল করেন জাংগ্রা। দারুণ আক্রমণ তুলে খেলতে থাকা বাংলাদেশ প্রথমার্ধের যোগ করা সময়ে পিয়াসের গোলে আবার লিড নেয় বাংলাদেশ।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ওই ম্যাচে গোল করেছিলেন মিরাজুল। এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে পাঁচ দল। বাংলাদেশের বাকি দুই ম্যাচ নেপাল ও মালদ্বীপের বিপক্ষে। পাঁচ দলের মধ্যে পয়েন্টের ভিত্তিতে দুই দল সরাসরি ফাইনালে উঠবে।