সিগন্যাল-লাইনম্যান না থাকায় ট্রেনের দুর্ঘটনা

 

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। তবে দুঘটনাস্থলে সিগন্যাল ও লাইনম্যান কোনটাই ছিল না। সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) পুলিশ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেখানে কোনো লাইনম্যান ছিলেন না। সড়কের ওপর লেভেল ক্রসিংয়ে সিগন্যাল ছিল না। এই কারণে কোনো ধরনের বাধা ছাড়াই রেললাইনের ওপর উঠে যায় মাইক্রোবাসটি।

এ আগে শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুর দেড়টা থেকে রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে বিকেল ৪টা থেকে রেল চলাচল স্বাভাবিক হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‌‌‘মাইক্রোবাসে ১৫ জন যাত্রী ছিলেন। তারা খৈয়াছড়া থেকে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। আহত হন ৪ জন। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।