তারুণ্যের পরীক্ষায় ফেল বাংলাদেশ

যেকোন খেলার প্রাণ দর্শক। ক্ষয়িষ্ণু জিম্বাবুয়ের ক্রিকেট যেন ওই প্রাণ ফিরে পেয়েছে। বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে স্টেডিয়াম দর্শকে ভরা ছিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচেও প্রাণের জোয়ার ছিল গ্যালারিতে। ভক্তদের নিরাশ করেনি তারা। অন্যদিকে তারুণ্যের পরীক্ষায় ফেল করেছে বাংলাদেশ। নুরুল হাসানের নেতৃত্বের শুরু হয়েছে ১৭ রানের হারে।

হারারে স্পোর্টস ক্লাবের উইকেট ব্যাটিং সহায়ক ছিল। স্পিনারদের জন্য ছিল না সুবিধা। বাংলাদেশ তিন পেসার নিয়ে নামলেও তারা রান চেক দিতে পারেননি। ওয়েলসি মেধেভেরে এবং সিকান্দার রাজার তাণ্ডবে স্বাগতিক জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। টি-২০ ফরম্যাটে যা দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান।

ওই রান তাড়া করতে নেমে উত্থান-পতন দেখেছে বাংলাদেশ। তবে ১৮তম ওভার পর্যন্ত ম্যাচের লাগাম ছাড়েনি সফরকারীরা। তারুণ্যের বিজয় কেতন উড়ানোর দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান এক প্রান্ত দিয়ে হাল ধরে রেখেছিলেন। কিন্তু শেষ দুই ওভারে চাপ সামলে রান তুলতে পারেননি তারা। নির্ধারিত ২০ ওভারে তুলতে পারে ৬ উইকেটে ১৮৮ রান।