যশোরে ২৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজান গ্রেফতার

যশোরে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজানকে(৩১) অস্ত্রসহ গ্রেফতার করেছে।তার বিরুদ্ধে হত্যা অস্ত্র-বিস্ফোরকসহ২৫টি মামলা রয়েছে।
যশোর র‍্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিজুর রহমান সোমবার বিকেলে গনমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সোমবার বেলা সাড়ে বারোটার দিকে যশোর শহরের মুজিব সড়ক এলাকার পিকাসো কোচিং সেন্টারের বিপরীতে খড়কী মসজিদের পাশে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রমজানকে গ্রেফতার করা হয়। এসময়ে তার দেহে তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।
রমজান শেখ যশোরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা-অস্ত্র-বিস্ফোরকসহ ২৫টি মামলার রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৭ টি, বিস্ফোরক মামলা ৫ টি, হত্যা মামলা ১ টি, ডাকাতি মামলা ১ টি, হত্যা চেষ্টা মামলা ৪ টি, এছাড়াও মাদক সহ অন্যান্য ৭ টি মামলা রয়েছে। র‍্যাব তাকে যশোর কোতয়ালী থানায় সোর্পদ করেছে।রমজান আলী যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ফায়েক শেখের ছেলে।
যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম,জানান শীর্ষ সন্ত্রাসী রমজানকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।