বঙ্গবন্ধুর মুর‌্যালে যশোর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবন্দের পুস্পাস্তাবক অর্পণ

জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদ যশোর জেলা শাখার নেতৃবন্দ সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের বকুলতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদ যশোর জেলা শাখার নেতৃবন্দ প্রতিবন্দী ও অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করে।
জেলা আওয়ামী লীগের পুস্পাস্তাবক অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সহসভাপতি অ্যাডভোকেট আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, হুমায়ুন কবির কবু, যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, দফতর সম্পাদক মুজিবুদ্দৌলা কনক, উপদফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, কৃষি বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, উপদেষ্টা আবুল হোসেন খান, সদস্য কামাল হোসেন, সামির ইসলাম পিয়াস, মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লা, জেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সভাপতি সালাহউদ্দিন কবীর পিয়াসসহ নেতৃবৃন্দ।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদ যশোর জেলা শাখার উদ্যোগে পুস্পাস্তাবক অর্পণ, হুইলচেয়ার, ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক আজহার হোসেন স্বপন, কামাল হোসেন, দফতর সম্পাদক হাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাবেক সহসভাপতি আবুল এহসান সুজন, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলুসহ বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদ যশোর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট কবীর হোসেন জনিসহ নেতৃবৃন্দ।