যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত

jessore bnp map

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে ভিন্ন মতের রাজনৈতিকদের হত্যার মিশনে নেমেছে। এজন্য তাদের দলীয় সন্ত্রাসী এবং পুলিশ দিয়ে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অব্যাহত ভাবে খুন,গুম করছে।

আজকে এই ফ্যাসিস্ট,স্বৈরাচার সরকার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। তাদের হাতে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ নিরাপদ নন। যেখানে একটি রাজনৈতিক দলের শান্তি পূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করে। সেই দেশের সাধারণ জনগণের কত টুকু নিরাপত্তা নিশ্চিত থাকতে পারে , সেটি কারও বুঝতে বাকি থাকে না। ভোলায় বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ নির্বিচার গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আওয়ামী উন্নয়নের নামে লুটপাট করতে করতে দেশটায় গিলে খেয়েছে। দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। তাদের লুটপাট, দূর্নীতির প্রতিবাদ করতে গেলে আব্দুর রহিমের মত নিরীহ নিরাপদ মানুষের জীবন চলে যায়, পুলিশের গুলিতে। কোন স্বাধীন দেশে এরকম ন্যাক্কার জনক ঘটনা ঘটতে পারে না।

জনগণ এই হত্যার প্রতিশোধ নিতে প্রস্তুত আছে। বিক্ষোভ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,মণিরামপুর পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, শার্শা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাসান জহির, অভয়নগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, চৌগাছা পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যশোর নগর শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের সহসভাপতি আমিনুর রহমান মধু,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ প্রমুখ। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।#