শুরু হলো দোলন গল্প লেখা প্রতিযোগিতা

কামাল মুস্তাফার সম্পাদনায় ২০০৯ সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে শিশু-কিশোরদের স্বপ্নের কাগজ ‘দোলন’। এবার পত্রিকাটি আয়োজন করতে যাচ্ছে গল্প লেখা প্রতিযোগিতা।শিশু-কিশোরদের পাঠানো গল্পগুলোর মধ্য থেকে সেরা তিন গল্পকার পাবে আকর্ষণীয় পুরস্কার।

কামাল মুস্তাফা জানান, তিনটি বিভাগে হবে এ প্রতিযোগিতা। ক বিভাগে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি, খ বিভাগে সপ্তম থেকে দশম শ্রেণি এবং গ বিভাগে একাদশ থেকে দ্বাদশ শ্রেণি।

তিনটি বিভাগে বিজয়ীরা পাবে ১ হাজার টাকার বই ও ক্রেস্ট। সেরা দশটি গল্প ছাপা হবে দোলন গল্প সংখ্যায়। গল্প লিখতে হবে বাংলা ভাষায় ৫০০ শব্দের মধ্যে।

গল্প লেখা যাবে যে কোনো বিষয়ে, যে কোনো ধারায়—বিজ্ঞান কল্পকাহিনি, ভৌতিক, গোয়েন্দা, হাসি ও ফ্যান্টাসি গল্প ইত্যাদি। গল্পের সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, বিভাগ, ঠিকানা, অভিভাবকের নাম, বাসার ঠিকানা এবং মুঠোফোন নম্বর।

ই-মেইলে পাঠালে গল্প এবং সব তথ্য বডিতে পেস্ট করতে হবে। গল্প পৌঁছাতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। বিষয় লিখতে হবে ‘গল্প লিখি ২০২২’। পাঠাতে হবে [email protected] ঠিকানায়।