যশোরে লেখক রুন্নুর বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত

চিন্তাচর্চার সংগঠন “চিন্তাপ্রকাশ”-এর উদ্যোগে লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নুর নতুন গ্রন্থ “বাঙালির ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তার সংকট” নিয়ে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রবীণ রাজনীতিক ও গবেষক আমজাদ হোসেন। আরও বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর শামীমা আখতার, কোটচাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এম. আমানুল্লাহ। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলাম।
লেখক রুন্নু সূচনা বক্তব্যে গ্রন্থের মূল ভাবনা তুলে ধরেন। আলোচকরা বলেন, গ্রন্থটি বাঙালির জাতীয় ও সাংস্কৃতিক সংকট তুলে ধরেছে। আমজাদ হোসেন মন্তব্য করেন, বাঙালি একটি শংকর জাতি, যার সমস্যা সমাধানে প্রয়োজন জাতীয় চেতনার।

শামীমা আখতার বলেন, শাসকগোষ্ঠী ধর্মকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখে। অধ্যক্ষ আমানুল্লাহ জানান, উগ্র ব্রাহ্মণ্যবাদ প্রাকৃতিক ধর্ম ও জাতীয়তাকে বিভাজিত করেছে।

চিন্তাপ্রকাশ তরুণ-প্রবীণদের সম্মিলিত বিজ্ঞানমনস্ক জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে ইতোমধ্যেই সুধীমহলে পরিচিতি লাভ করেছে।