প্রকৃতির নিয়ম চাহনী ধরণ মাঝে, বছর শেষে, গ্রীষ্মঋতু বৈশাখ জৈষ্ঠ, আগমণ দেখতে পাওয়া যায়, গ্রাম বাংলার বসবাস ধনী দরিদ্র মানুষ মনে আনন্দ হাসি, হতাশ দু:খ বেদনা সহন, তবুও মানুষ থেমে থাকছে না।
শিশু যুবক-যুবতী বৃদ্ধ, মানুষের মনে আনন্দ-হাসিতে দেখা যায়, কেনা কাটার উৎসব ধুম-ধাম পড়ে- ব্যবসায়ীদের ব্যবসার হিসাব মিলাতে পহেলা বৈশাখ পালনে ব্যস্ত, এমন পালন দেখতে পাওয়া যায়, দরিদ্র মানুষের ভাগ্যে আসে অনাকাঙ্কিত ঘটনা যা কেউ পেতে চাই না।
কৃষকের ক্ষেতের ফসল নষ্ট, খেটে খাওয়া কুলি মুজুর লেবার শ্রমিক, মানুষের বাঁধন-বসতঘর, তান্ডব বায়ু আক্রমণে বৃক্ষ ভেঙ্গে তননছ করে দেয়, বজ্র নিধন আক্রমণে কেড়ে নেয়, হতাশ বেদনা সহন কান্নায় পার হয়ে যায় বেঁচা থাকার দিন।
এমন অনাকাঙ্কিত ঘটনাই বলা যেতে পারে, হত দরিদ্র মানুষের ভাগ্য বসবাস বাঁধন সংসার গৃহে বশতকরণ পহেলা বৈশাখ পালন লক্ষ্যে প্রকৃতি কর্তারুষ্ট চাহনী কবলে বেষ্টন, পরিশেষে বলা যেতে পারে, হে প্রকৃতি বিশ্ব কর্তা তোমার নিয়ম চাহনী নয়ন দৃষ্টি, প্রাসাদবাসীদের প্রতি তুষ্ট, হতদরিদ্র মানুষের জনমে রুষ্ট, সংসার গৃহ মাঝে, আনন্দ উল্লাশ হাসি-খুসি প্রজা হয়ে বসবাস করার উপযোগী হবার সমতুল্য নহে।