যশোর মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক গ্রেফতার

 

গতকাল শুক্রবার দিবাগত রাতে যশোর শহরের মিশন পাড়া থেকে যশোর মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মাসুম কবিরকে (৪০) নামে এক ব্যক্তিকে প্রতারণায় দায়ে গ্রেফতার করেছে পুলিশ।

আটক মাসুম কবির শহরের রেলরোড ফুড গোডাউনের পাশে (টর্চার সেল নামে খ্যাত) যশোর মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ও পূর্ব বারান্দী সরদার পাড়ার মৃত আব্দুল হাসেমের ছেলে।

মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহমান নামের এক যুবককে গত বছরের ২২ মে পিটিয়ে হত্যা করা হয়েছিলো প্রতিষ্ঠানটিতে।

ভুক্তভোগী যশোর শহরের বেজপাড়ার বাসিন্দা স্বপন মিত্রের ছেলে মিহির মিত্র অভিযোগ করে বলেন, আমার নিকট আত্মীয় মাোত্মক আকারে মাদক সেবন করতো। আমার সাথে চেনা জানার সূত্র ধরে মাসুম কবিরের সাথে ৪৫ হাজার টাকা চুক্তিতে ৩০ হাজার টাকা দিয়ে চিকিৎসা করাতে দিই। এরপরে ওই প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ মাসুম কবিরকে আটক করে। মাদক নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর মাসুম কবিরের কাছে আমার দেয়া ত্রিশ হাজার টাকা ফেরৎ চাই। টাকা না দিয়ে সে বিভিন্ন তালবাহানা করে ঘুরাতে থাকে। চলতি বছরের ১৭ জুলাই আমাকে টাকা ফেরত না দিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করার হুমকি দেয়। থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, প্রতারক মাসুম কবিরের নামে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।