ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে বই ও আলমারি বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে বুধবার সকালে নিজস্ব মিলনায়তনে মসজিদ পাঠাগার শক্তিশালীকরণ ও সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)২০২১-২২ অর্থ বছরে ১১ (এগারো)টি নতুন পাঠাগারে বই ও আলমারি এবং ১২ (বারটি) উন্নত পাঠাগারে বই বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃপালপুর জামে মসজিদের সম্পাদক মোঃ শামীমুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ পাঠাগারের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার-প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডের প্রতিষ্ঠা করেন। ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে দেশে ইসলাম প্রচার ও প্রসারের কাজ চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় ইসলামিক পুস্তক দিয়ে মসজিদ পাঠাগার প্রতিষ্ঠা করা হচ্ছে। এই পাঠাগারে মাধ্যমে এলাকার যুব সমাজকে ইসলামের পথে আনা সম্ভব। আর এই কাজটি করবেন আজকে যে সমস্ত মসজিদের সভাপতি ও সম্পাদকগণ মসজিদ পাঠাগারের জন্য বই নিতে এসেছেন। শুধু বই আলমারির মধ্যে রাখলেই চলবে না ।এলাকার যুব সমাজকে ইসলামী বই পাঠের সুযোগ করে দিতে হবে। কারণ এই যুব সমাজ একদিন এই দেশের ভালো কাজের অংশীদার হবে। আলোচনা শেষে প্রধান অতিথি ১১টি নতুন পাঠাগারে বই ও আলমারি এবং ১২টি উন্নত পাঠাগারের বই মসজিদ পাঠাগারের সভাপতি ও সম্পাদকের নিকট প্রদান করেন।