নির্বাচনের চিন্তা বাদ দিন, রাজপথ দখলে নিন

 

নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তা বাদ দিয়ে নেতাকর্মীদের রাজপথ দখলে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তা বাদ দিয়ে রাজপথ দখলে মনোযোগী হতে হবে। নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে রাজপথ দখলের চেষ্টা করতে হবে, তাহলে বিজয় আসবে।

 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিদ্যুৎ-জ্বালানি সংকটে বাংলাদেশ, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম এ আয়োজন করে।

 

গয়েশ্বর বলেন, বিএনপির মধ্যে এখনও অনেকে দলের মনোনয়ন নেওয়ার প্রতিযোগিতায় আছেন। কীভাবে নিরাপদে মনোনয়ন নেওয়া যায়, সেটা নিয়েই তাঁরা ব্যতিব্যস্ত। কিন্তু নির্বাচনে কীভাবে পাস করবেন, সেটা নিয়ে চিন্তা নেই। দলের যেসব নেতাকর্মী আন্দোলন করবেন, তাঁরাও এখন ওই নেতাদের পেছনে ঘুরতে ঘুরতে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করছে কিনা- এটা আমাদের ভাবতে হবে।

 

বিএনপির এই নেতা বলেন, আমার রাজনৈতিক জীবনে যতদিন ধরে আওয়ামী লীগকে চিনি, ততদিন ধরে বলি, আওয়ামী লীগ যা বলে তা করে না, যা করে তা বলে না। তাই এসব বাদ দিয়ে নিজেদের প্রতিজ্ঞা করতে হবে, রাজপথ দখল নিতে হবে। আমার কর্মকাণ্ড দিয়ে মানুষকে বিশ্বাস করাতে হবে, মানুষকে আস্থায় আনতে হবে। তিনি বলেন, দেশে প্রতিটা জিনিসের দাম বাড়ছে। তবে আওয়ামী লীগের দাম প্রতিদিনই কমছে। এখন যদি আওয়ামী লীগের নিলাম হয়, তাহলে এটা কেউ কিনবে না।

 

গয়েশ্বর বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন- ‘ভারতকে বলেছি আওয়ামী লীগকে সরকারে রাখতে।’ অর্থাৎ ভারত তাদের রাখবে কিনা, এটা নিয়ে সংশয় আছে।

 

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।