যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী যারা

যশোর জেলা পরিষদের চেয়ারম্যান হতে আগ্রহী অর্ধডজন আওয়ামী লীগ নেতা। ইতিমধ্যে তারা কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। যদিও জেলা পরিষদে দলীয় মনোনয়ন ঠিক করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় যশোর জেলা পরিষদের ভোট। ১৫ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

যশোরে আগ্রহীদের মধ্যে রয়েছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ, সহসভাপতি খয়রাত হোসেন, আবদুল খালেক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ হাদিউজ্জামান। এরপর এক বছর দায়িত্ব পালন করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০১৭ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুলকে। মেয়াদ শেষ হওয়ার পর তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। আবারও চেয়ারম্যান পদে তিনি আসতে আগ্রহী।