যশোরে চিহ্নিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জখম স্বর্ণের চেইন,টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

 

আপন ছোট ভাইকে সন্ত্রাসীদের হাত থেকে ঠেকাতে এসে মেয়ে ও মেয়ে জামাই হামলা এবং ছুরিকাহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ১২ আনা স্বর্ণের চেইন ও নগদ সাড়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২৬ আগস্ট রাত সোয়া ১২ টায় মামলাটি করেন যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কাঠালতলার মৃত আব্দুল ওয়াজেদ এর ছেলে ইকবাল হোসেন। মামলায় আসামীরা হচ্ছে,শহরের পূর্ব বারান্দীপাড়া বৌ বাজারের আব্দুল হামিদের ছেলে ইসমাইল,মুন্নুর ছেলে দিপু,পূর্ব বারান্দীপাড়া বাঁশতলার রমজানের ছেলে সজিব,হৃদয়,আনোয়ারের ছেলে মানিক,পূর্ব বারান্দীপাড়া বৌ বাজারের ফকিরের ছেলে বক্কারসহ অজ্ঞাতনামা ২/৩জন।

মামলায় বাদি উল্লেখ করেন, তার জামাই শহরের পূর্ব বারান্দী বটতলার রফিকুল ইসলাম ওরফে রতনের ছেলে ফয়সাল থাই গ্লাসের কাজ করে। উক্ত আসামীদের স্বভাব চরিত্র ভালো না। এলাকায় ছিনতাই চাঁদাবাজীসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজ করে বেড়াই। গত ২৩ আগষ্ট রাত সাড়ে ৮ টায় শহরের পূর্ব বারান্দীপাড়া শতদল স্কুলের পূর্ব পাশে বাদির বসত বাড়ির সামনে বাদির আপন ছোটভাই ফয়সাল এর সাথে উক্ত আসামীদের কথা কাটাকাটি হয়। তখন আসামীরা বাদির ভাইকে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বাদির মেয়ে মোছাঃ আলো (২৮) এসে ঠেকানোর চেষ্টা করতে উক্ত আসামীরা তাকেও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। সজিব বাদির মেয়ে আলোর পরিধেয় কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। আলোর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন হৃদয় ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে বাদির জামাই ফয়সাল দ্রুত ঘটনাস্থলে এসে আসামীদের কাছে বাদির ভাইকে মারপিট করার কারণ জিজ্ঞাসাবাদ করলে ইসমাইল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ফয়সালকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। তার প্যান্টের পকেট হতে নগদ ১৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। বাদির জামাই ও মেয়ের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা হত্যার হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বাদির জামাই ফয়সালকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।